গাজায় হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল হক, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ অভি চৌধুরী পার্থ, সুব্রত মণ্ডল ও সোহাগ মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ‘গাজায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ।’
গাজা হামলার ঘটনায় জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে মন্তব্য করেছেন তারা।
স: ইএইচ