গাজায় ইজরাইলী গণহত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন
গাজায় ইজরাইলী বিমান হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে । আজ বেলা বারোটায় প্রায় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দীর্ঘ এক কিলোমিটার লম্বা মানব বন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শাবিপ্রবিতে কর্মরত নানা শ্রেনী পেশার মানুষও অংশ নেন ।

মানববন্ধনের আয়োজকরা বলেন, ’’কোন অজুহাতেই শিশুহত্যা সমর্থন করা যায় না। একটি মানুষকেও পৃথিবীর কোন যুক্তিতেই কেউ হত্যা করার অধিকার রাখে না। ফিলি¯িতনে ইসরায়েলি গণহত্যা বছরের পর বছর ধরে চলছে। মানুষ হিসেবে আমরা কি চুপ করে বসে থাকব? এত কাল তো ছিলাম। আমাদের যতটুকু সাধ্য তা কি আমরা করতে পারি না?ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে সমগ্র মানব জাতির, মানবতার ক্যান্সার হিসেবে দেখতে হবে।জাতি ধর্ম নির্বিশেষে গোটা মানবজাতিকে এখন ফিলিস্তিনের পক্ষে দাড়াতে হবে। যে কোন ছুতোয় বিভক্ত হলেই সমস্যা।’’