কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

একাদশ শ্রেণীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করলে কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রথমত কলেজগুলোকে সতর্ক করা হবে। না মানলে তদন্ত করে ব্যবস্থা নেব।”
শিক্ষামন্ত্রী
চলতি শিক্ষাবর্ষে রাজধানীসহ সারা দেশে কলেজগুলোতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ভর্তি নীতিমালায় কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেভাবে নিতে হবে। কিন্তু ভর্তি নীতিমালায় বিভিন্ন নির্দেশনা থাকলেও অধিকাংশ কলেজ কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। রাজধানীর নামী কলেজগুলোও নীতি মানছে না।

“অতিরিক্ত ফি কেউ আদায় করবে না, কলেজের প্রিন্সিপাল-শিক্ষক-পরিচালনা পর্ষদ সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম,” বলেন শিক্ষামন্ত্রী।

Post MIddle

এর আগে কলেজ ভর্তিতে অতিরিক্ত ফি গ্রহণ করা হলেও মন্ত্রণালয়ের উদ্যোগে তা ফেরত নেয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “আগে যারা অতিরিক্ত ফি নিয়েছিল তাদের কাছে ফেরত নিতে পেরেছি। এবারও বেশি নিলে ফেরত দিতে হবে। গায়ের জোরে অতিরিক্ত অর্থ নেয়া যাবে না।”

নাহিদ বলেন, শিক্ষমন্ত্রণালয় নীতিমালা কাজ শেষ করে মন্ত্রিসভায় জমা দিয়েছে।#

 

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট