এসেক্স ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন স্পিকার

Spiker

এসেক্স ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন স্পিকার বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে।

নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই ডিগ্রি গ্রহণের জন্য আগামী ১৬ জুলাই ইউনিভার্সিটির সুবর্ণ জয়ন্তী ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্পিকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসেক্স ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রিকে নিজের জন্য খুবই সম্মানের বলে মনে করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Post MIddle

তিনি বলেন, ‘যেকোনো বাঙালির জন্য এটা বড় পাওয়া। এ জন্য আমি গর্ববোধ করি। দেশ নারীর ক্ষমতায়নে কতটা এগিয়েছে এটা তারও স্বীকৃতি।’

স্পিকারের একান্ত সচিব এম কামাল বিল্লাহ জানান, সম্মানসূচক ডিগ্রি গ্রহণের জন্য স্পিকার ১৪ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এসেক্স ইউনিভার্সিটির মূল অনুষ্ঠান হবে ১৬ জুলাই।

সেখানেই স্পিকার আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করবেন। তিনি ইউনিভার্সিটির একাধিক সেমিনার অংশ নেবেন। এক সপ্তাহের সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস ও নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকারদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন।

এ ছাড়া স্পিকারের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট