জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহার দাবি শিক্ষকদের

NUজাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা শাখার নেতারা। মহানগরীর শাহ মখদুম কলেজে শনিবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ কুমার সরকার।এতে তারা অবিলম্বে  বর্ধিত ফি প্রত্যাহার করে পূর্বের ন্যায় ফি নির্ধারণ করার দাবি জানানো হয়।

শিক্ষকদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, সেশনজট কমিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের ফলাফল ৭৫ দিনের মধ্যে প্রকাশ করা, সৃজনশীল পদ্ধতি কার্যকর করার জন্য সব শিক্ষককে প্রশিক্ষণ দেয়া।  এছাড়া বিভাগীয় শহরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চালু করার দাবি জানান তারা।

Post MIddle

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক নেতারা ঈদের আগেই জুলাই মাসের বেতনসহ পূর্ণাঙ্গ বোনাস এবং ৭ তারিখের পূর্বেই প্রতি মাসের বেতন প্রদানের দাবি জানান।

দাবি আদায়ে আগামি ১৫ জুলাই রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দেয়া হবে এবং প্রয়োজনে ঈদের পরে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান শিক্ষকরা।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বাকশিসের সভাপতি শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, মহানগর সভাপতি রইসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট