সুচিত্রা সেনের বাড়ি থেকে ইমাম গাজ্জালি ইন্সটিটিউট অপসারনের নির্দেশ

sc1-300x164পাবনায় অবস্থিত সুচিত্রা সেনের বাড়ি থেকে ইমাম গাজ্জালি ইন্সটিটিউট দ্রুত অপসারনের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।
মহানায়িকা সুচিত্রা সেনের পাবনা পৈত্রিক বাড়ির সংরক্ষণ, স্মৃতি ও সংগ্রহশালা নির্মাণ সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখে দেয়া আপিল বিভাগের পূর্নাঙ্গ রায় প্রকাশ করেছে। ২০১১ সালের ১৮ই আগস্ট হাইকোর্ট এক রায়ে পাবনায় অবস্থিত সুচিত্রা সেনের এই বাড়িটিতে সংরক্ষণ ও স্মৃতিসংগ্রহশালা নির্মাণের নির্দেশ দেন। এরআগে এই বাড়িটি ইমাম গাজ্জালী ইনস্টিটিউকে লিজ দেয়া হয়েছে। পরে ২০০৯ সালের ১২ জুন সরকারের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়। পরবর্তীতে ২২ জুন ঐ নোটিশের বিুরদ্ধে রিট আবেদন করা হয়। পরে রিট আবেদনের রিট আবেদন খারিজ করে দেয়া হলে লিভ টু আপিলের আবেদন করা হয়।

পছন্দের আরো পোস্ট