শিক্ষামন্ত্রীর নিবন্ধের সঙ্গে একমত নয় টিআইবি

TIB
১০ জুলাই কয়েকটি সংবাদপত্র ও অনলাইন পোর্টালে প্রকাশিত শিক্ষামন্ত্রীর “বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার সংগ্রাম এবং টিআইবির রিপোর্ট” শীর্ষক শিরোনামের নিবন্ধের সঙ্গে দ্বিমত পোষণ করেছে টিআইবি।

শনিবার টিআইবির পক্ষে মোহাম্মদ রফিক হাসান (পরিচালক, গবেষণা বিভাগ) এবং রিজওয়ান-উল-আলম (পরিচালক, আউটরিচ ও যোগাযোগ বিভাগ) এর পাঠানো পত্রে এ দ্বিমত প্রকাশ করা হয়।

পত্রে বলা হয়, শিক্ষামন্ত্রী তার নিবন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে পাঠকদের সম্যক ধারণা দিয়েছেন।

শুরুতেই তিনি টিআইবির সমালোচনা এবং ভুলত্রুটি ধরিয়ে দেওয়া, কোনো বিষয়ে পরামর্শ দেওয়াকে স্বাগত জানিয়েছেন যা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসার দাবি রাখে।

তবে তিনি গত ৩০ জুন টিআইবি প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনকে বাস্তবসম্মত নয় বলেছেন। মাননীয় মন্ত্রীর সাথে এখানে আমরা সবিনয়ে দ্বিমত করছি।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট