ফাঁস ঠেকাতে প্রতি বিষয়ে ৩২ সেট প্রশ্নপত্র হবে
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রতি বিষয়ের জন্য ৩২ সেট করে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ড। শুধুমাত্র পরীক্ষার দিন ওই ৩২ সেট থেকে একটি সেট বাছাই করে তাতে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অাগামী নভেম্বর থেকে এই পদক্ষেপ কার্যকর হবে।
বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান তাসলিমা বেগম জানান, প্রশ্নপত্র ফাঁস রুখতে এই পদ্ধতিটি তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করেছেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হবে।
তিনি অারও বলেন, ”সবগুলো বোর্ড অালাদা করে প্রশ্নপত্র তৈরি করবে। যাতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।”
সাম্প্রতিক সময়ে পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে তুমুল অালোচনা সমালোচনার পর এই পদক্ষেপ নেয়া হলো।
স: ইএইচ