ক্যানসারের ভ্যাকসিন তৈরি করতে চান নাটোরের শিক্ষক এন্তাজ আলী

downloadনাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামের মোবারক আলীর ছেলে কলেজ শিক্ষক এন্তাজ আলী ক্যানসার ভ্যাকসিন তৈরি করতে চান। ইতোমধ্যে তিনি ভেষজ পদ্ধতিতে ওষুধ তৈরি করে ২০জন ক্যানসার রুগীকে চিকিৎসা দিয়ে ভালো করেছেন। নাটোরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শুক্রবার সকাল ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন ক্যানসার গবেষক এন্তাজ আলী ও তার বন্ধু চিকিৎসক আরিফুল ইসলাম এমন দাবী করেছেন। তার ভেষজ পদ্ধতিতে তৈরি ওষুধ সেবন করে সুস্থ হওয়া ক্যানসার রুগী তার নিজ গ্রামের বিদেশ আলী ও আব্দুস সামাদ, রাজশাহীর হড়গ্রামের বেলাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের পলশা গোরক্ষনাথপুরের জিয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তাদের নাম মাত্র মূল্যে চিকিৎসা নেয়ার কথা জানান। এন্তাজ আলী জানান, তার তৈরি ভেষজ ওষুধ এবং চিকিৎসা দেয়া রুগীর রিপোর্ট তিনি দেশের অনেক বড় বড় ক্যানসার চিকিৎসককে দেখিয়ে প্রশংসিত হয়েছেন। ভবিষ্যতে তিনি দেশের ক্যানসার রুগীদের চিকিৎসার জন্য সব ধরনের ওষুধ ও ভ্যাকসিন তৈরি করতে চান। এজন্য সরকারী ও বেসরকারি উদ্যোক্তাদের নাটোরে একটি ক্যানসার রিচার্স ইন্সটিটিউট ও ক্যানসার হাসপাতাল স্থাপনে এগিয়ে আসার আহবান জানান।

পছন্দের আরো পোস্ট