জাবিসাসের নির্বাচনে জনি সভাপতি সৈকত সম্পাদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৪ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে জনি আলম (ইন্ডিপেন্ডেন্ট) সভাপতি এবং মামুনুর রশিদ সৈকত(দিনকাল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার ফরিদ আহমেদ ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
মোট ৪৮ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন। সংগঠনটির কার্যালয়ে সকল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন চলে।
মোট ৯টি পদে এ নির্বাচন হয়। অন্যান্য পদে জয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব রাফসান (ডেইলি স্টার), যুগ্ম-সম্পাদক বেলাল হোসাইন রাহাত (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস), দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মানবজমিন), সদস্য পদে ৩ জন ফাহিমা তুজ জোহরা (দৈনিক বর্তমান), মওদুদ আহমেদ সুজন (ডেইলি সান) ও শরীফুল কবির শামীম (ডেইলি অবজারভার)।
সঃ সুউ ফয়সাল