জবির ভবন সম্প্রসারণ স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১৬ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ কার্যত স্থগিত হয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় অভাবে মূলত এই সম্প্রসারণ কাজ স্থগিত হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের অর্থ ছাড় না পাওয়ার জটিলতা শেষ হয়ে গেছে বলে দাবি করলেও মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না পাওয়ায় কাজ শুরু করেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা অব্যাহত রাখতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের যে সমস্যা ছিল তা কেটে গেছে। ঈদের পরেই সম্পূর্ণ জনবল নিয়ে নির্মাণ কাজ শুরু করা হবে।

অন্যদিকে ভবনটির একাধিক তলায় ফাটল রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদফতর মৌখিকভাবে ভবনটি ২০ তলা করা যাবে বললেও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো কাগজপত্র বা স্থাপত্য নকশাও তৈরি করেনি।
স: ইএইচ