জাবি সাংবাদিক সমিতির নির্বাচন শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৪-১৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নির্বাচনে ভোগ গ্রহণ চলবে।

নির্বাচনে বাচ্চু-সৈকত ও জনি-রাকিব দুটি প্যানেল অংশগ্রহন করছে এছাড়া দপ্তর প্রকাশনা সম্পাদক পদে দুজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহন করছে। নির্বাচনে ভোটার সংখ্যা ৪৮ জন।

বাচ্চু-সৈকত প্যানেলের প্রার্থীরা হচ্ছে সভাপতি পদে বাচ্চু শেখ রবিন, সহ-সভাপতি পদে মাহতাব উদ্দিন রবিন, সাধারন সম্পদক পদে মামুনুর রশিদ সৈকত, যুগ্ম সম্পাদক পদে বেলাল হোসাইন রাহাত, কোষাধ্যক্ষ পদে নূর মোহাম্মদ জাবেদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হাসান ও সদস্য পদে ফাতিমাতুজ জোহরা তারিন, মো. নূর আলম ও রেজাউল করিম হীরা।

Post MIddle

জাবি
অন্যদিকে জনি-রাকিব প্যানেলে প্রার্থীরা হচ্ছে যথাক্রমে জনি আলম, নাজমুস সাকিব রাফসান, আলী হোসাইন রাকিব, সানাউল্লাহ মাহী, সৈয়দ এলতেফাত হোসাইন, শরীফুল ইসলাম, শরীফুল কবির শামীম, মওদূদ আহমেদ সূজন ও সাইফুল ইসলাম।

স্বতন্ত্র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাইফ উদ্দিন আবির ও হাসান দবির।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট