আমেরিকার সরকারি নেটওয়ার্কে সাইবার হামলা করেছে চীন
টওয়ার্ক থেকে হাজার হাজার কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার জন্য সাইবার হামলা করেছে চীনের হ্যাকাররা। মার্কিন সংবাদ মাধ্যম এ দাবি করেছে।
এ সংক্রান্ত খবর প্রথম প্রকাশিত হয় মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে। এতে বলা হয়, উঁচু পর্যায়ের নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য যারা আবেদন করেছিলেন তাদের তথ্য হাতিয়ে নেয়ার জন্য মার্চে এ সব হামলা হয়েছে। অবশ্য সাইবার হামলার এ খবর আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করে নি মার্কিন হোমল্যান্ড সিক্যুরিটি এবং এ বিষয়ে তদন্ত চলছে। এ সত্ত্বেও এ ঘটনাকে আগ্রাসনের চেষ্টা বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সাইবার গুপ্তচর বৃত্তির জন্য উভয় দেশ পরস্পরকে দীর্ঘ দিন ধরে দায়ী করে আসছে। কিন্তু সাইবার গুপ্তচর বৃত্তির কথা আমেরিকা স্বীকার করতে বাধ্য হলেও চীন এ জাতীয় তৎপরতার কথা এখনো স্বীকার করে নি।
স: ইএইচ