সিকৃবিতে টিলা কাটায় ১১ লাখ টাকা জরিমানা

SKBসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টিলা কেটে ভবন নির্মাণ করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়ামকে এই জরিমানা করেন পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

Post MIddle

তিনি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্মিত আবাসিক হল তৈরির জন্য পরিবেশ অধিদফতর অনুমোদন ছাড়া টিলা কেটে প্রতিবেশ ও উঁচু ভূমির বৈশিষ্ট্য নষ্ট করার অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেডকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের শুনানিতে অংশগ্রহণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে মা প্রার্থণা করেছে। একই সঙ্গে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণেরও অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট