সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন
বিরতিহীনভাবে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শহরের প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত কোনো কার্যকর সুফল বয়ে আনবে না। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন।
সঃ সুউ ফয়সাল