বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তাব
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম ঠেকাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির কলেবর বৃদ্ধি, বিভাগীয় শহরে শাখা স্থাপন, বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপিত প্রতিবেদনে এসব প্রস্তাব করেছে ইউজিসি। প্রতিবেদনে সরকারের অসহায়ত্ব ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অনিয়ম-দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।