চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন এ আর রহমান
এবার চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন অস্কারজয়ী বলিউড সঙ্গীতশিল্পী ও সঙ্গীতপরিচালক এ আর রহমান। এ বছরের শেষের দিকেই তার প্রথম প্রযোজিত চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে তিনি জানিয়েছেন।
এ আর রহমান জানান, তিনি বরাবরই সিনেমা নিয়ে আগ্রহী ছিলেন। তবে সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজের মতো ছবি পরিচালনার ইচ্ছে নেই তার।
তিনি আরো জানান, ‘আমি বরাবরই একটি প্রোডাকশন হাউজের কথা চিন্তা করেছি। কিন্তু বিশালের মতো পরিচালক হতে চাইনা। কারণ সেটা করতে গেলে আমাকে পুরোপুরি মনোনিবেশ করতে হবে সিনেমায় যা সম্ভব নয়। আমাদের প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে হিন্দিতেই। এই পুরো বিষয়টা আমি নিজেই দেখব। আমার খুব ভালো একটা কর্মীবাহিনী আছে এরাই প্রযোজনার কাজ সামলাবে।’
তবে কোন ছবি দিয়ে প্রযোজনার জগতে পা রাখতে যাচ্ছেন তা এখনও জানানি ৪৭ বছর বয়সী এই শিল্পী। গানের মতো এআর রহমান প্রযোজিত ছবিও জনপ্রিয় হবে বলে আশা করছেন অনেকে।
সঃ সুউ ফয়সাল