ঢাকা ন্যাশনাল মেডিকেলকে জবির ৩ প্রস্তাব

JUজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুই প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তিপত্র প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন বুধবার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হাসপাতাল ভবনে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি চিকিৎসা কক্ষ বরাদ্দ, সার্বক্ষণিক একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কক্ষে একজন এমএলএসএস নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

Post MIddle

এ ছাড়া চিকিৎসাসেবার ধরন, সময়, ফি ও অন্যান্য যাবতীয় বিষয় নির্ধারণে দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে শিগগিরই সভা আহ্বান করা হবে বলেও জানান তিনি।

চলতি বছরের গোড়ার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে মৌখিক প্রস্তাব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। পরে হাসপাতাল কর্তৃপক্ষও মৌখিকভাবে প্রস্তাবটি অনুমোদন করেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট