সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন
অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর বিসিবির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘দেশীয় কোচ নিয়োগ কর, সাকিবের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, হাজার পাপন মিলেও একজন সাকিবের যোগ্য হতে পারবে না, কোচ হাথুরুসিংহের পদত্যাগ চাই, পাপনকে বিসিবি থেকে অপসারণ করো, ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান সংবলিত প্লাকার্ড ছিল।
মানববন্ধনে উপস্থিত ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী হিমেল রহমান বলেন, বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান অনস্বীকার্য। তার বিরুদ্ধে সব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিয়া আফরিন সিমি বলেন, বাংলাদেশে কোনো আইকন তৈরি হোক এটি শত্রুরা চায় না। তাই তারা আমাদের আইকনকে শেষ করতে চায়। এ সময় বিসিবির অযোগ্য কর্মকর্তাদের বরখাস্তের দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। সাকিবের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে।
সাকিব যখন ফর্মের তুঙ্গে তখন ব্যক্তিগত আক্রোশে তাকে বাদ দেয়া হয়েছে। দ্রুত সাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।
স: ইএইচ