নোবিপ্রবির প্রথম সমাবর্তন ৪ সেপ্টেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচকে নিয়ে আয়োজিত এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ নিয়ে এখন থেকে চলছে প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রায় সাতশ’ ছাত্রছাত্রী অংশ নেবে বলে আশা সমাবর্তন আয়োজন কমিটির।
সনদপত্র বিতরণ উপকমিটির আহ্বায়ক জনাব মো. মহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে ১৫ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত।
রেজিস্ট্রেশন ফি শুধু স্নাতকদের জন্য ২৫০০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয়ের ৩০০০টাকা ধার্য করা হয়েছে।
তিনি আরও জানান, সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে রাস্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট উপস্থিত থাকবেন বলে আশা করছেন। সমাবর্তন উপলক্ষ্যে ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ শুরু করা হয়েছে।
স: ইএইচ