ছুরি চালালেও ডিসপ্লেতে কোনো প্রকার দাগ পড়বে না !
আইফোন ৬ এ গেরিলা গ্লাসের থেকেও উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লেটির প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি হবে যে, এর উপর ছুরি চালালেও কোনো প্রকার দাগ বা আঁচড়ের চিহ্ন তৈরি হবে না।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চাবি, ছুরি দিয়ে আঁচড় দেয়ার পরও ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার দাগ পড়েনি। এছাড়া ৯০ ডিগ্রি কোনো উপর থেকে ফেললেও ফোনের কোনো প্রকার ক্ষতি হয়নি।

ভিডিও ফাসকারী মারকুয়েস ব্রাউনলি দাবি করেন, চার দশমিক সাত ইঞ্চির নতুন আইফোনের ডিসপ্লে অনেক বেশি আঘাত সহ্য করতে পারবে। কয়েক দিন আগে ফাঁস হওয়া সংবাদে জানা যায়, আইফোনের ষষ্ঠ সংস্করণে স্বাস্থ্য সেবা দেয়ার মতো বেশ কিছু সেন্সর যুক্ত হয়েছে । আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বাজারে আসতে পারে অ্যাপলের বহুল কাঙ্ক্ষিত এই ফোনটি । (সুত্রঃবাংলামেইল২৪)
সঃ সুউ ফয়সাল