ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাবি ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত দুই দিন থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। ফলে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, কম্পিউটার সেন্টার (ওয়াইফাই) অফিস স্থানান্তর করায় প্রতিটি আবাসিক হল ও অফিস সমুহে আগামী ২০ তারিখ পর্যন্ত ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ বন্ধ থাকবে। বুধবার কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অফিসে সাময়িক কিছু সমস্যা আছে। তাই অফিস স্থানান্তর করার জন্য আগামী ১২ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের সকল অফিসে ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে। আগামী ২০ তারিখের পরে যথা নিয়মে আবার সকল জায়গায় ওয়াইফাই চালু করা হবে বলে জানান তিনি।

তবে ১২ তারিখ থেকে ওয়াইফাই বন্ধ করার কথা থাকলেও গত দুই দিন আগে থেকেই হল ও বিভিন্ন জায়গাতে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
আগে থেকেই ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইন্টরনেট (ওয়াইফাই) সংযোগ পাচ্ছে না এমন অভিযোগ এসেছে। তবে আমাদের পক্ষ থেকে বন্ধ করা হয়নি। সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।
সঃ সুউ ফয়সাল