সবুজ সুইচোরা / সবুজ বাশপাতি
ছোট্ট একটা পাখি । কি মায়াবি কি মায়াবি !! সবুজাভ ছোট্ট পল্কা শরীরটাকে বাতাসে ভাসিয়ে তার শিকার করার দৃশ্য !! সে তো অসাধারন । যারা এই দৃশ্য দেখেননি তারা জীবনের অনেক কিছু মিস করেছেন ।
এই মায়াবীর নাম Green Bee Eater / সবুজ সুইচোরা / সবুজ বাশপাতি