শিক্ষামন্ত্রীর অযৌক্তিক সিন্ধান্ত প্রত্যাহারের দাবি
পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে শিক্ষামন্ত্রীর বিরতীহীন ভাবে প্রতিদিন দুটি করে পাবলিক পরীক্ষা নেয়ার ঘোষনার প্রতিবাদে নাটোরের এসএসসি পরীক্ষার্থীরা নাটোর শহরে মানববন্ধন শেষে বিক্ষোভ করে জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শত শত এসএসসি পরীক্ষার্থী নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নাটোর শিক্ষা অফিসারের দফতরে যায়। পরে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর অযৌক্তিক সিন্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা পাবলিক পরীক্ষার সময় সূচিতে অতিরিক্ত সময় রাখা, শিক্ষামন্তীর অযৌক্তিক বক্তব্য প্রত্যাহার ও পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায়ভার শিক্ষা মন্ত্রণালয়কে নেয়ার দাবী জানানো হয়।
স: ইএইচ