যশোরে কলেজ শিক্ষার্থীদের অবরোধ

jessore
বিরতিহীনভাবে পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

যশোর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে মঙ্গলবার সকালে অবস্থান নিয়ে কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকেন। এ সময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে তারা একই স্থানে মানববন্ধন করেন।

Post MIddle

বিক্ষোভকালে শিক্ষার্থীরা জানান, বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে পরীক্ষার্থীদের মারাত্মক অসুবিধায় পড়তে হবে। শিক্ষাব্যবস্থাও বিঘ্নিত হবে।

তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একই সঙ্গে পাবলিক পরীক্ষাসহ সব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ না হলে সারাদেশে ছাত্র-জনতা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। কর্মসূচিতে যশোর শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট