যবিপ্রবির ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফরম পূরণ (অনলাইনে) করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে বলে জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান।
স: ইএইচ