মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

Manarat University1মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ডিজাইন অব লিপিড বেসড ফরমুলেশনস ফর ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অব পুরলি ওয়াটার সলুয়েবল ড্রাগস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যম্পাসে ফার্মেসি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নুরুন্নাহার রহমানের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটির ফার্মাসিউটিকস বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. কাজী মহসিন।
সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ইকরাম আলী শেখ, সেন্টার ফর বায়োমেডিক্যাল রিসার্চের পরিচালক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
এতে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ড. কাজী মহসিনকে ক্রেস্ট প্রদান করেন ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।

পছন্দের আরো পোস্ট