বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

Lalmonirhat
শিক্ষামন্ত্রীর বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের স্থানীয় টিএন উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবরে স্মারকলিপি প্রদান করে। এতে উপজেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Post MIddle

শিক্ষার্থীরা জানায়, বিরতিহীনভাবে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সমস্যার সৃষ্টি হবে এবং পরীক্ষার ফলাফলের বিপর্যয় নেমে আসবে। এ ছাড়া এ পদ্ধতি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। তাই তারা বিরতীহীন পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসার দাবি জানান।

শিক্ষামন্ত্রী গত ২ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সকল পাবলিক পরীক্ষা বিরতিহীনভাবে পরিচালনার সিদ্ধান্ত জানিয়ে দেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট