বিদেশী শিক্ষার্থীদের জন্য মেলবোর্নে পরিবহন ভাড়ার ৫০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব

Siemens_train_in_Metro_Trains_Melbourne_Liveryভিক্টোরিয়া সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক পাবলিক পরিবহন ভাড়ার ৫০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব সংক্রান্ত একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের জন্য মেলবোর্ন আরো আকর্ষণীয় গন্তব্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন Minister for Innovation, Services and Small Business-এর Louise Asher

“আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা দিতে পেরে আমরা গর্বিত। মেলবোর্ন এবং ভিক্টোরিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি নিরাপদ, ফলপ্রসূ এবং উচ্চ মানের জীবন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ,” Louise Asher

Post MIddle

পাবলিক ট্রান্সপোর্ট মন্ত্রী Terry Mulder বলেন – এই উদ্যোগ যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক টিকেটে ৫০ শতাংশ ছাড় উপভোগ করার সুযোগ করে দিবে।”ভিক্টোরিয়ার এই নতুন স্কিম অনুসারে, ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীরা সকল মেট্রোপলিটল ট্র্যাভেল জোন (জোন ১ সহ) এবং রিজিউনাল সেন্টার গুলোতেও এই ডিসকাউন্টেড রেট উপভোগ করতে পারবে”

” এই প্রকল্পটি ২০১৫ সাল থেকে তিন বছরের জন্য বিভিন্ন education providers এর সাথে সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হবে যাতে যোগ্য শিক্ষার্থীদের জন্য পরিবহন খরচ কমান সম্ভব হয়।””একজন বিদেশী শিক্ষার্থী এখন মেলবোর্ন বৃহত্তর শহর জুড়ে ভ্রমণ প্রতি বছরে $ ১১০৫ পর্যন্ত বাঁচাতে সমর্থ হবে

পছন্দের আরো পোস্ট