পবিপ্রবির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Patuakhali
বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হলো দক্ষিণাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।

সকাল ১০ টায় একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন।

পতাকা উত্তোলন শেষে ভিসি আকাশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন।

পরে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সমগ্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

Post MIddle

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রফেসর স্বদেশ সামন্তের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি  প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

এসময়ে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. হারুনর রশীদ, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রক্টর প্রফেসর মোহম্মদ আলী, রেজিস্ট্রার মো. নওয়াব আলী, সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সেকশন অফিসার মো. লুৎফর রহমান, ছাত্রলীগ সহ-সভাপতি আনিসুজ্জামান, শিক্ষার্থী আলী আদনান, রকিবুল ইসলাম, সিনিয়র সহাকারী জসীম উদ্দিন বাদল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।

ভিসি প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দক্ষিণাঞ্চলের জনগণের দোড়গোড়ায় শিক্ষা ব্যবস্থা বিস্তারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি অনুযায়ি পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

সম্পূর্ণ সেশনজটমুক্ত এ ক্যাম্পাসে ৭টি অনুষদে ৮টি ডিগ্রি প্রদান করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট