ডিআরইউ সভাপতি অপহরণ চেষ্টার প্রতিবাদে ঢাবিসাসের সমাবেশ
যারা সাগর রুনিকে হত্যা করেছে তারাই ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতিকে অপহরণ করার চেষ্টা করেছিল। আজ তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। মঙ্গলবার ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম
তিনি বলেন, শাহেদ চৌধুরী সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কলম ধরার কারণে দুষ্কৃতিকারীরা তাকে অপহরণ করার চেষ্টা করেছে। সরকারের শক্তিশালী গোয়েন্দা সংস্থা অবশ্যই জানে কারা তাকে অপহরণ করার চেষ্টা করেছে। তাই অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। অন্যথায় আমরা আমাদের কলমের মাধ্যমে প্রতিবাদ জানাতে বাধ্য হব।
সমবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুজার সহ-সভাপতি নাজমুস সাদাত, যুগ্ম- সম্পাদক মাসুম, ও মতিউর তানিফ।
এম এম জসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে ঢাবির প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
গত রোববার ইফতারের পর নিজ গাড়িতে করে বাসায় যাওয়ার পথে রাজধানী বিজয় নগরে কতিপয় অপহরণকারী তার গাড়ি থামিয়ে অপহরণের চেষ্ঠা করে।