কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার মাহফিল

kuet
কুয়েতে প্রবাসি ও বিদেশি অতিথিদের সম্মানার্থে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

কুয়েতে রিগাইস্থ রামাদা হোটেলে শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত ইন্টারন্যাশনাল ইসলামী সংস্থার চেয়ারম্যান হামুদ আল রুমি। সংগঠণের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আদেল আল দামখি, কুয়েত ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতীব নাসের আল আতিকী।

অনুষ্ঠানে কোরআন-হাদিসের আলোকে রমজান শীর্ষক আলোচনা করেন মাওলানা আব্দুর রব, ডঃ আমান, প্রকেৌশলী মোসত্মাকুল হাসান খান প্রমুখ। সেই সময় কুয়েতের বিভিন্ন আরবী সংস্থার বেশ কয়েকটি দেশের প্রধানসহ কুয়েত প্রবাসি সুধীজনেরা উপস্থিত ছিলেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট