রাবিতে নিয়মিত ক্লাস বন্ধ করে চলছে সান্ধ্যকোর্স!

images (1)রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে চালানো হচ্ছে বিতর্কিত সান্ধ্যকোর্স। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নিয়মতি শিক্ষার্থীদের রুটিন ক্লাস বন্ধ রেখে ওই কক্ষে সান্ধ্যকোর্সের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। এ নিয়ে বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ করলেও শিক্ষকরা তা আমলে নেয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।
ওই বিভাগের একাধিক শিক্ষার্থী জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবিন্দ্র কলা ভবনের ২৪৪ নম্বর কক্ষে তৃতীয় বর্ষের রুটিন মাফিক ক্লাস শুরু করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল হান্নান। ক্লাস চলাকালে বিভাগের সহকারী রেজিষ্টার মো. আখতারুজ্জামান এসে ওই শিক্ষককে সান্ধ্যকোর্সের পরীক্ষার কথা জানিয়ে দ্রুত ক্লাস শেষ করার জন্য তাগিত দেয়। তবে শিক্ষার্থীরা এতে প্রতিবাদ করলে ওই কক্ষ বাদ দিয়ে ২৪৫ নম্বর কক্ষে সান্ধ্যকোর্সের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করা হয়। তবে ওই সময়ে ২৪৫ কক্ষে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস থাকলেও তা নেয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্লাসের ব্যঘাত ঘটিয়ে সন্ধ্যাকালীন পরীক্ষা গ্রহণ এটা অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সন্ধ্যাকোর্স বিরোর্ধী আন্দোলনের অন্যতম সংগঠক উৎসব মোসাদ্দেক বলেন, এমন আচরণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের থেকে কখনই কামনীয় নয়। নিয়মিত ক্লাস বন্ধ করে শুধু আইন বিভাগেই নয় সমাজকর্ম বিভাগেও একই অবস্থা।
এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সভাপতি এম আহসান হাবিব বলেন, সন্ধ্যাকালীন কোর্স ছয় মাসের, সেই হিসাবে জুলাই মাসে শেষ করার কথা। তাই দ্রুত পরীক্ষা শেষ করার স্বার্থে ও রমজানের কারণে দিনের বেলায় পরীক্ষা গ্রহণ করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, নিয়মতি ক্লাস বন্ধ করে বা সন্ধ্যার আগে কখনই সান্ধ্যকালিক কোর্সের ক্লাস-পরীক্ষা নেয়া যাবে না। আইন বিভাগে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
উল্লেখ্য, সান্ধ্যকোর্স বাতিল ও বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ দিন আন্দোলন করে। পরে গত ২ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ এক যোগে হামলা চালায়। এতে ৩০ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত শতাধিক আহত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ৩৭ দিন বন্ধ রাখা হয়েছিল। তবুও বর্ধিত ফি প্রত্যাহার করা হলেও ১২টি বিভাগে সান্ধ্যকোর্স চালু রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পছন্দের আরো পোস্ট