স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল এবং চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন আয়োজক সুত্রে জানা যায়, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত স্বতন্ত্র পে-স্কেল এবং চাকুরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে সারাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রশিদুল ইসলাম শেখ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. আহসান উল্লাহ, ইংরেজী বিভাগের চেয়ারম্যান জাহিদুল আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মালেক, সহকারী প্রক্টর জি. এম. আজমল আলী কাওসার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য দরকার দক্ষ ও মেধাবী শিক্ষক। আর মেধাবীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার জন্য দরকার স্মার্ট ও যুগোপযোগী স্বতন্ত্র বেতন কাঠামো। আর এর মধ্যে গবেষনা করার জন্য সন্মানি সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তিবুদ্ধির চর্চা করার সুযোগ দেয়া উচিৎ। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবি জানান।#
স:আরএইচ