আইএসপি ফেলোশিপ দিচ্ছে ড্যাফোডিল

diulogoসুইডেনের উপশালা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের (আইএসপি ফেলোশিপ) সহযোগিতায় হার্বাল মেডিসিনে রাসয়ানিক ও প্রান রাসায়নিক দূষিত পদার্থের উপস্থিতি এবং মানবদেহে এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিরুপনের গবেষণায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চ শিক্ষায় এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাচুরাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষক ডঃ মোঃ রওশন জমির এর নেতৃত্বে গবেষণা উন্নয়ন ও উচ্চশিক্ষা পরিচালিত “ স্টাডিজ অন সেফটি, ইফিক্যাসি এন্ড এডভারস হেলথ এফেক্টস অফ হারবাল ফরমুলেশনস্ অফ বাংলাদেশ” প্রকল্পের অধীনে এ ফেলোশিপ দেয়া হচ্ছে। রসায়ন, প্রান রসায়ন, ফলিত রসায়ন, ফার্মেসী, খাদ্য ও পুষ্টি এবং অনুজীববিজ্ঞান বিষয়ে এমএস/ এমএসসি ডিগ্রীধারী প্রার্থীগণ এ ফেলোশিপের সুযোগ পাবে।

পছন্দের আরো পোস্ট