শেকৃবির ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সোমবার ভিসি শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এরমধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
স: ইএইচ