রাজবাড়ীতে মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোক র্যালি
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও রাজবাড়ী জজ আদালতের সরকারি প্রসিকিউটর শফিকুল আজম মামুনের একমাত্র কন্যা উম্মে নূরই আজম মেধা পুকুরে ডুবে মৃত্যু বরণ করায় শোক র্যালি বের করা হয়।
সোমবার বেলা সাড়ে ১০টায় শহরের নারানবাবু সড়ক এলাকা থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, মেধার পিতা অ্যাডখেৎভাকেট শফিকুল আজম মামুন, আবু মুসা বিশ্বাস, আব্দুস সালাম মণ্ডল, বমবিতাগুহ, সফিকুল ইসলাম সফি প্রমুখ।

মেধাবী শিক্ষার্থী মেধা অষ্টম শ্রেণির ছাত্রী এবং তার রোল নং ছিলো ৪।
৩ জুলাই পাশের বাড়ির এক পুকুরে গোসল করতে গেলে তার মৃত্যু হয়।
স: ইএইচ