গণ বিশ্ববিদ্যালয়ে জিএমপি-র ওপর সেমিনার
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসির ভাল ম্যানুফ্যাকচারিং প্রসেস-এর ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ রোববার এই সেমিনারের আয়োজন করে ।
সেমিনারের মূল বক্তা ছিলেন একমি ল্যাবরেটরিজ-এর সহকারী মহাব্যাবস্থাপক ও কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রধান মধুসুদন সোম।
সেমিনারের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড.গোলাম মোহাম্মদ মূল বক্তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান এবং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তামান্না ইসলাম ফুলের তোড়া দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানায়।
এ বিষয়ে ফার্মেসি বিভাগের ২য় বর্ষের ছাত্র আসিফ হাসান নিলয় বলেন, “আজকের সেমিনারটি আমাদের জন্য অনেক উপকারী ছিল। আর এ রকম সেমিনার মাঝে মাঝে হলে আমাদের সুবিধা হবে।”
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ফার্মেসি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তানিয়া আহমেদ তন্বী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স: ইএইচ