হাবিপ্রবিতে স্বতন্ত্র বেতন কাঠামো ও চাকরির সময় সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

IMG_20140706_112032

পাবলিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বেতন কাঠামো এবং শিক্ষকদের চাকুরীর বয়স সীমা ৬৭  বছর করার দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষকবৃন্দ  এক মানব বন্ধনের আয়োজন করেন । মানব বন্ধনটি বিশ্ববিদ্যালয়ের ১নং  গেটের সংলগ্ন দিনাজপুর ,ঢাকা মহাসড়কে  অনুষ্ঠিত হয়।

Post MIddle

মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায় ,প্রক্টর এ.টি. এম.শফিকুল ইসলাম,অধ্যাপনক শাহাদৎ হোসেন খান,অধ্যাপক মামুনুর রশিদ,অধ্যাপক টি এমটি ইকবাল,অধ্যাপক আনিস খান, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন এবং সাধারন শিক্ষক বৃন্দ।Dinajpur

উক্ত মানব বন্ধনে স্বাগত এবং সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায় । তিনি তার বক্তব্যে বলেন সার্ক এর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বেতন কাঠামো থাকলেও আমাদের দেশে তা নেই । বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বেতন কাঠামো এবং শিক্ষকদের চাকুরীর বয়স সীমা ৬৭ বছর করার দাবি অবিলম্ভে মেনে নেয়া হোক।

 

পছন্দের আরো পোস্ট