
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং চাকুরী থেকে অবসরের বয়স সীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল গঠন এবং অবসরের বয়স সীমা ৬৭ বছর বাস্তবায়নের দাবি জানান। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক এস. এম. ইমামুল হক, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক জিয়াউল হক মামুন, অধ্যাপক ড. মোঃ সেকুল ইসলাম প্রমূখ ।
উল্লেখ্য, দাবী আদায়ের লক্ষ্যে ফেডারেশনভুক্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ যুগপৎ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।