স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল এবং চাকরি থেকে অবসরে যাওয়ার বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে রোববার মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।BKB-tt

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সঞ্চালনায় মাবনবন্ধনে বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, পশু প্রজণন বিভাগের অধ্যাপক ড. এ.কে, ফজলুল হক ভূঁইয়া এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তরা দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষককতা পেশায় ধরে রাখতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল চালু করার দাবি জানান।

তারা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল না থাকায় ছাত্র জীবনে যেসব শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে তারা শিক্ষকতাকে বাদ দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

আবার কেউ অধিক সুবিধা পাওয়ায় দেশের বাইরে চলে যাচ্ছেন এবং সেখানে তাদের মেধার স্বাক্ষর রাখছেন।

এতে করে শিক্ষার্থীরা হারাচ্ছে মেধাবী শিক্ষকদের সংস্পর্শ এবং দেশ হারাচ্ছে মেধাবী গবেষকদের।

এ সময় বক্তরা শিক্ষকদের চাকরি থেকে অবসরে যাওয়ার বয়সসীমা ৬৭ বছর করারও দাবি জানান।

তারা বলেন, দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীদের চাকরি থেকে অবসরের যাওয়ার বয়স ৬৭ বছর করা হলেও শিক্ষকদের ৬৫ বছরেই আটকে আছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট