স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে কুয়েটে মানববন্ধন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল এবং চাকরির বয়সসীমা ৬৭ বছরে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা।
কুয়েটের শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রোববার দুপুরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা।
মানববন্ধন কর্মসূচিতে কুয়েটের সব স্তরের শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স: ইএইচ