যশোর বিশ্ববিদ্যালয়ের মূল বাজেট হস্তান্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত রাজস্ব বাজেট ও ২০১৪-২০১৫ অর্থ বছরের মূল রাজস্ব বাজেটের কপি হস্তান্তর করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুস সাত্তারের কাছে ট্রেজারার অধ্যাপক জামাল হোসেন অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হিসাব) নূরুজ্জামান, সহকারী পরিচালক জি.এম দীন মোহাম্মদ, সেকশন অফিসার রাজু আহম্মেদ ও শরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
২০১৩-১৪ অর্থ বছরে সংশোধিত রাজস্ব বাজেট ১০ কোটি ৯৫ লাখ (বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়সহ) ও ২০১৪-২০১৫ অর্থ বছরের মূল রাজস্ব বাজেট ১২ কোটি ৯০ লাখ (বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়সহ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাদ্দ দিয়েছে।
স: ইএইচ