ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন
স্বতন্ত্র বেতম কাঠামো ও চাকরির বয়সসীমা ৬৭ বছর নির্ধারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনস্থ অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে বক্তব্য দেন- সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ইয়ারুল কবির, অধ্যাপক এস এম এনামুল হক, অধ্যাপক জিয়াউল হক মামুন ও অধ্যাপক গোলাম রব্বানী।
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, উচ্চ শিক্ষার কারিগরদের অভুক্ত রেখে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
স: ইএইচ