ইবির ভিসি অফিসে কর্মকর্তাদের হট্টগোল

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। মাদ্রাসার পরীক্ষা পরিদর্শনের ডিউটি বৃদ্ধির দাবিতে রবিবার উপাচার্যের সাথে কর্মকর্তারা সাক্ষাত করতে গেলে এঘটনা ঘটে।

images (4) বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের ফাজিল-কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য কর্মকর্তারা একদিন করে পরিদর্শকের দায়িত্ব পায়। কিন্তু ভিসি ও তার একান্ত সহকারীর সাথে ভাল সম্পর্ক থাকায় কতিপয় কর্মকর্তারা নিয়ম বহিঃর্ভুত ভাবে পরীক্ষা পরিদর্শনের জন্য একাধিক দায়িত্ব পেয়ে আসছে।

Post MIddle

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে কর্মকর্তারা মাদ্রাসার পরীক্ষা পরিদর্শনের ডিউটি একদিন থেকে বাড়িয়ে দুইদিন করার দাবিতে ভিসির সাথে সাক্ষাত করতে যায়। এসময় কর্মকর্তারা ভিসির অফিসে প্রবেশ করে হই-হুল্লোঢ় শুরু করে। পরে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের হস্তক্ষেপে পুলিশ কর্মকর্তাদেরকে ভিসির অফিস থেকে বের করে দেন।

এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘কর্মকর্তাদের উত্থাপিত অভিযোগ সঠিক নয়। তবে তাদের দাবি বিবেচনা করা হবে।

 

পছন্দের আরো পোস্ট