সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ

সাধারণ ছাত্রছাত্রীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষাভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার বেলা ২টার সময় বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি-দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৫৭ বছর পর্যন্ত। এমনকি আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর এবং অন্যান্য প্রদেশে ৩৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। অথচ আমাদের দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা মাত্র ৩০ বছর পর্যন্ত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সেশনজটের কারণে ছাত্রদের জীবন থেকে তিন চার বছর এমনিতেই ঝরে যায়। আমরা তিন বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছি। সরকার আমাদের অনেক আশ্বাস দিলেও আমাদের দাবি এখনও বাস্তবায়িত হয়নি।

এ ছাড়াও যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, মিরপুর বাংলা কলেজ তিতুমীর কলেজ, যশোর, কুষ্টিয়া ও সিলেটের সাধারণ ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট