২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত শেষ করে চালুর দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম, শফিউল্লাহ মুন্না, অরিন আক্তার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাকি বিল্লাহ, মেজবা উল্লাহ জান্নাত প্রথম বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম প্রমুখ।

satkhira_map_913481572বক্তারা বলেন, নির্মাণাধীন ভবন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও অদ্যাবধি তা সম্পন্ন হয়নি। কলেজ থেকে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে তাদের ব্যবহারিক বিষয়গুলো শিখতে হচ্ছে।

এছাড়াও সেখানে বিভিন্ন সরঞ্জামাদির অভাবে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে বিরূপ প্রভাব ফেলবে। তারা অবিলম্বে নির্মাণ কাজ শেষ করে হাসপাতাল চালুর দাবি জানান।

পছন্দের আরো পোস্ট