রাবির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

RUরোববার সকালে সিনেট ভবন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৬১ বছর পুর্তি উৎসব পালন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

অনুষ্ঠানের মধ্যে রয়েছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সকাল ১০টা ৫মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলন । এছাড়াও রয়েছে বেলুন, ফেস্টুন, কবুতর অবমুক্ত করণ। সকাল সোয়া ১০টায় বৃক্ষরোপণ, সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা, সকাল ১১টায় সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানটি পরিচালনা করবেন ছাত্র উপদেষ্টা ও প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছাদেকুল আরেফিন মাতিন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য বেগম আখতার জাহান, রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

 

 

পছন্দের আরো পোস্ট