জাবিতে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা কোর্সে বিভিন্ন বিভাগে খন্ডকালীন ও পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।
শনিবার দুুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২৪ জুলাই এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংক থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে বলা হয়। গত ০১ জুলাই থেকে এই ফরম বিতরণ শুরু হয়েছে।
আবেদন করার যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu)পাওয়া যাবে।