সুনামগঞ্জে ডিগ্রি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। আটক ১, বহিষ্কার ১৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ডিগ্রি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের ফটোকপিসহ একজনকে আটক এবং নকল করার দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিষস্ট্রিট বিশ্বজিত কুমার পাল প্রশ্নপত্র ফাঁসের দায়ে হুমায়ুন কবির নামে ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত হুমায়ুন কবির জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের আবদুল হেকিমের ছেলে।
এছাড়া পরীক্ষায় নকল করার দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খাঁন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
স: ইএইচ